বর্ষাকালে কীভাবে ত্বকের যত্ন নেবেন?
বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়া বিশেষ ভাবে জরুরি। এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান সবচেয়ে বেশি থাকে।এই সময় ছত্রাক সংক্রমনের প্রবনতা দেখা যায়,ছুলির আবির্ভাব হয়।'ছুলিজল' লোশন ছুলি দূর করার ক্ষেত্রে বিশেষ উপকারী। বর্ষাকালে কীভাবে ত্বকের পরিচর্যা করবেন ভেবে পাচ্ছেন না?আসুন,স্বল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনার ত্বক যত্নে রাখবেন তার কিছু উপায় আমি বলবো।------ 1)স্বাভাবিক ও শুষ্ক ত্বকের পরিচর্যা:~ শুষ্ক ত্বকের ক্ষেত্রে শসার রস এক চামচ এবং গোলাপ জল এক চামচ ভালো করে মিশিয়ে নিন।একটি তুলোর সাহায্য নিয়ে মিশ্রনটি মুখে লাগালে উপকার পাবেন।
2)তৈলাক্ত ত্বকের পরিচর্যা:~ তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ শসার রস ভালো করে মিশিয়ে নিন।মিশ্রনটি তুলো দিয়ে মুখে লাগাতে পারেন।
2)তৈলাক্ত ত্বকের পরিচর্যা:~ তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ শসার রস ভালো করে মিশিয়ে নিন।মিশ্রনটি তুলো দিয়ে মুখে লাগাতে পারেন।
No comments