হোয়াইট হেডস ব্ল্যাক হেডস দূর করার উপায়।
সাধারণত তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস সমস্যা বেশি পরিমাণে দেখা যায়।তবে কখনো কখনো শুষ্ক ত্বকেও এই সমস্যা দেখা যায়।নাকের চারপাশে,গালে, থুতনি ও চোখের নিচে ছোট ছোট মুখ হয় এবং টিপলে কালো বা সাদা ছোট ছোট শাঁস বেরিয়ে আসে। এই সমস্যা প্রতিকারের জন্য টিপস্ গুলি হল নিম্নরূপ-------- 1)কমলা লেবুর খোসা শুকনো করে গুঁড়ো করতে হবে।তার সঙ্গে অ্যালমন্ড তেল মিশিয়ে মিশ্রণটি ঘষলে উপকার পাওয়া যায়।
2)খসখসে শুকনো গামছা বা সুতির কাপড় দিয়ে ঘষলে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস উঠে যায়।
No comments